বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

১৭ দিনেও খোঁজ মিলেনি ব্যবস্থাপক শ্রীকান্তের

অনলাইন ডেস্ক
১৭ দিনেও খোঁজ মিলেনি ব্যবস্থাপক শ্রীকান্তের

পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ মেলেনি ১৭ দিনেও। ব্যাংক কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া ব্যাংকের এ শাখার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

২১ এপ্রিল রোববার সকালে এ শাখায় যোগদান করেছেন ব্যবস্থাপকসহ আট কর্মকর্তা। তারা সকাল থেকেই গ্রাহক সেবা চালিয়ে যান।

এর আগে গত ৪ এপ্রিল বিকেল ৩টায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী ব্যাংক থেকে নিখোঁজ হন। এই ঘটনায় গত ৯ এপ্রিল ব্যাংকের দায়িত্বরত ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির পূর্বববর্তী ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ মর্মে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শ্রীকান্ত নন্দী গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হন।

ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক রাসেল আহম্মদ বলেন, এখন পর্যন্ত সাবেক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ মিলেনি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে এ শাখার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ শাখায় আমিসহ আটজন রোববার থেকে নতুনভাবে গ্রাহক সেবা দিচ্ছি। শ্রীকান্তের ঘটনাটি ব্যাংকের পরিচালনা পর্ষদ দেখছেন। আশা করছি গ্রাহকদের সেবা ও সুরক্ষা আগের মতই থাকবে। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়