বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০

বাংলাদেশ বেতারের প্রচারণামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান

আজ চাঁদপুর প্রেসক্লাবের বৈশাখী মেলায় সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন

বাড়তি আকর্ষণ জাদু পরিবেশন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
আজ চাঁদপুর প্রেসক্লাবের বৈশাখী মেলায় সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন

আজ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার বিকেল সাড়ে ৪টায় ‘চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে বৈশাখী মেলা প্রাঙ্গণ’-এ বাংলাদেশ বেতারের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় দর্শকদের উপস্থিতিতে প্রচারণামূলক বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা পরিষদ, চাঁদপুর-এর সহযোগিতায় অনুষ্ঠানের ১ম পর্বে স্কুল কলেজের কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধিকল্পে বিশেষজ্ঞ অতিথির স্বাস্থ্য বিষয়ক পরামর্শ : স্বাস্থ্য বার্তা এবং ২য় পর্বে থাকবে আলোচনা অনুষ্ঠান। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে প্রখ্যাত জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লিখিত অনুষ্ঠানের নিম্নরূপ অতিথিগণ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রধান অতিথি রবীন্দ্রশ্রী বড়ুয়া, মহাপরিচালক, বাংলাদেশ বেতার; বিশেষ অতিথি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁদপুর; এসএম জাহীদ, অতিরিক্ত মহাপরিচালক (বার্তা), বাংলাদেশ বেতার ; মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর; মোঃ আল-আমিন খান, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ বেতার; মোঃ জিল্লুর রহমান (জুয়েল), মেয়র, চাঁদপুর পৌরসভা; মোঃ মনোয়ার হোসেন, প্রধান নির্বাহী, জেলা পরিষদ, চাঁদপুর; জনাব শাহাদাত হোসেন শান্ত, সভাপতি, প্রেসক্লাব, চাঁদপুর। বিশেষজ্ঞ অতিথি ডাঃ রিজওয়ানুল আহসান বিপুল, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা। সভাপতিত্ব করবেন কামরুল হাসান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর।

আলোচনা শেষে সন্ধ্যা পৌনে ৭টা থেকে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে কিংবদন্তী লালন স¤্রাজ্ঞী ফরিদা পারভীন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী খান আসিফুর রহমান আগুন, কাজী শুভ ও মৌসুমী ইকবাল সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া জাদু পরিবেশন করবেন সজীব হোসেন ও বোরহান উদ্দিন। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত বাঁশি বাদক গাজী আব্দুল হাকিম উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়