প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
পুত্রবধূর বিরুদ্ধে থানায় শ্বশুরের অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার কদ্দি পাঁচগাঁও গ্রামের পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুর হেদায়েতুল্লা তফদার চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি লিখেন, হেদায়েতুল্লাহ তফদারের ছেলে আলাউদ্দিন তফদারের সাথে কচুয়া উপজেলার চৌমুহনী গ্রামের মৃত মোস্তফা কামালের মেয়ে মরিয়ম আক্তারের বিবাহ হয়। বিবাহের পর থেকে মরিয়ম আক্তারের সাথে তার শ্বশুরের পরিবারের বিভিন্ন সময় ঝামেলা সৃষ্টি হয়ে আসছে। সে লোভী দুশ্চরিত্রা। তার দুটি ছেলে সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে যায়। এ নিয়ে সালিসি বৈঠকে বসা হয়। গত ৯ এপ্রিল সে কাউকে কিছু না বলে আলমিরাতে থাকা ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উল্টো আমাকে গালমন্দ করাসহ প্রাণনাশের হুমকি দেয়। তার পরিবার বিষয়টি অস্বীকার করে এবং টালবাহানা করে আসছে। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করবে বলে জানায়। এমতাবস্থায় হেদায়েতুল্লা তফদার চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান।
এ ব্যাপারে আলাউদ্দিন তফদার বলেন, আমার স্ত্রী মরিয়ম বেগম বিয়ের পর থেকে সংসারে অশান্তি সৃষ্টি করে আসছে। প্রায় সময় আলমারি থেকে টাকা চুরি করতো। এ নিয়ে সালিসি বৈঠক করা হয়েছে। ৯ এপ্রিল সে ৫ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়।