বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

কাটা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামের জহির উদ্দিন বেপারী বাড়িতে ১৫ এপ্রিল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ।

জানা গেছে, জহির উদ্দিন বেপারী বাড়ির আবুল কালাম, মুসলিম মিয়া ও মেহেদী হাসানসহ ৪ জন গাছ কাটা শ্রমিকের কাজ করে। ১৪ এপ্রিল সোমবার বিকেলে তারা নিজ বাড়ির একটি গাছ কাটার পর গাছের গুঁড়ি কাঁধে নিয়ে ওই ৪ জন অন্যস্থানে ফেলার সময় অসাবধনতাবশত মেহেদী হাসান গুঁড়ির নিচে চাপা পড়ে। এ সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, অসাবধনতাবশত মেহেদী হাসান গাছের গুঁড়ির আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।

এদিকে সংবাদ পেয়ে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়