বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

জাল, নৌকাসহ ১৩ জেলে আটক

স্টাফ রিপোর্টার ॥
জাল, নৌকাসহ ১৩ জেলে আটক

চাঁদপুর নৌ-থানা পুলিশ গত ২৪ ঘণ্টার অভিযানে কারেন্টজাল, ৪টি জেলে নৌকাসহ ১৩ জেলেকে আটক করেছে। গত ১৪ ও ১৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর নৌ-থানার এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে গ্রেফতারকৃত মোট আসামী ১৩ (তেরো) জন। চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপির শিলারচর নামক স্থানের মেঘনা নদী হতে গ্রেফতারকৃত আসামী বিল্লাল চৌকিদার (৩২) (পিতা মজিবর চৌকিদার), জাকির মাঝি (৪২), রাসেল প্রধানিয়া (২৮), তাজল চৌকিদার (১৯), মোঃ ইব্রাহিম (১০) (সর্বসাং : বকাউল কান্দি, ৬নং ওয়ার্ড, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর), মোঃ জহির গাজী (২৪) ও আবুল কালাম (২৫) (উভয় সাং : দক্ষিণ বোরোচর, ১নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর), হাকিম আলী (৮), শয়ন আহমেদ (১৯), সুজন (২১) (উভয় সাং : শিখিরচর, ২নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর), ফারুক বেপারী (৩২), খলিল দর্জি (২২), রনি বেপারী (১২) (সখিপুর, জেলা : শরীয়তপুরদের)কে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ২৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪টি ইঞ্জিনচালিত জেলে নৌকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটক ১৩ জন অসাধু জেলের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ২টি নিয়মিত মামলা দায়ের এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক ও ১ জন বাকপ্রতিবন্ধী হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়