বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

ভয়ঙ্কর প্রতারক পূবালী ব্যাংক ম্যানেজার

শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে আরো আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পুলিশ সুপারের ব্যাংক পরিদর্শন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে আরো আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পূবালী ব্যাংক লিঃ চাঁদপুর নতুন বাজার শাখার ম্যানেজার (বর্তমানে পলাতক) ভয়ঙ্কর প্রতারক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার একের পর এক অভিযোগ আসছে। এবার অভিযোগ পাওয়া গেলো হাজীগঞ্জের মেসার্স ওকে এন্টারপ্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৫৬২ টাকা আত্মসাতের। এ ঘটনায় মেসার্স ওকে এন্টারপ্রাইজের সহকারী একাউন্ট্যান্ট জাহিদ হাসান নিরু গত ১০ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই জিডি গত ১৫ এপ্রিল এজাহার (মামলা নং-৪৭) হিসেবে গণ্য করা হয়।

পূবালী ব্যাংক লিঃ চাঁদপুর নতুন বাজার শাখার ম্যানেজার (বর্তমানে পলাতক) শ্রীকান্ত নন্দী নতুন বাজার এলাকার ব্যবসায়ী আকবর হোসেন লিটনের ১ কোটি ৭৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার খবরের পর আরো এক গ্রাহকের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৫৬২ টাকা নিয়ে উধাও হওয়ার খবর বেরিয়ে আসে। এ ঘটনায় ১৫ এপ্রিল সোমবার চাঁদপুর মডেল থানায় মামলা হিসেবে এজাহারভুক্ত হওয়ার পর বিষয়টি গণমাধ্যমের কাছে চলে আসে।

এই মামলার বাদী হাজীগঞ্জের ওকে এন্টারপ্রাইজের সহকারী একাউন্ট্যান্ট মোঃ জাহিদ হাসান থানায় প্রদত্ত অভিযোগে উল্লেখ করেন, কুমিল্লা সড়ক বিভাগের অধীনে দাউদকান্দি-গোয়ালমারী, শ্রীরায়েরচর সড়কটির নির্মাণ ও সংস্কার কাজ করার কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্ড ও মেসার্স ওকে এন্টারপ্রাইজ। আমার প্রতিষ্ঠান ওকে এন্টারপ্রাইজকে হাসান টেকনো বিল্ডার্স উক্ত কাজটি সম্পন্ন করার জন্য একক ক্ষমতা প্রদান করেন এবং হাসান টেকনো বিল্ডার্সের নামে পূবালী ব্যাংক লিঃ দাউদকান্দি ব্র্যাঞ্চের একটি একাউন্ট খোলা হয়। যার একাউন্ট নম্বর ঐধংধহ ঞবপযহড় ইঁরষফবৎং, ঈউ অঈ ঘড়-৩৮৬৮৯০১০১৬৬২৯। এ একাউন্ট থেকে গঝ-ঙক ঊহঃবৎঢ়ৎরংব, ঈউ অঈ ঘড়-৩৮৬৮৯০১০৫৫৫৫ ক্যাশ ট্রান্সপার করার জন্য হাসান টেকনো বিল্ডার্স মেসার্স ওকে এন্টারপ্রাইজকে একক ক্ষমতা প্রদান করেন। অভিযুক্ত শ্রীকান্ত নন্দী পূবালী ব্যাংক লিঃ দাউদাকান্দি ব্যাঞ্চের ম্যানেজার থাকাকালীন এ কাজের অর্থ এই ব্যাংকে লেনদেনের সুবাদে ওকে এন্টারপ্রাইজের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। বিভিন্ন সময় কাজের বিল বাবদ প্রাপ্ত চেক ম্যানেজার শ্রীকান্ত নন্দীর নিকট জমা দিলে তিনি যথাযথভাবে চেকের অর্থ ক্যাশ করে মেসার্স ওকে এন্টারপ্রাইজের সিডি একাউন্টে জমা দেন। গত তিন মাস পূর্বে অর্থাৎ ১৪/০১/২০২৪ খ্রিঃ তারিখে ম্যানেজার শ্রীকান্ত নন্দী বদলি হয়ে পূবালী ব্যাংক চাঁদপুর নতুন বাজার শাখায় যোগদান করলে মেসার্স ওকে এন্টারপ্রাইজের পূবালী ব্যাংক দাউদকান্দি ব্যাঞ্চের সিডি একাউন্টটি পূবালী ব্যাংক চাঁদপুর নতুন বাজার শাখায় রূপান্তরিত করা হয়। যার একাউন্ট নং-গঝ-ঙক ঊহঃবৎঢ়ৎরংব, ঈউ অঈ ঘড়-০৩০৯০৯১০৩০৬১২। অভিযোগকারী জানান, এই একাউন্টে তিনি নিয়মিত চেক জমাদান ও অর্থ লেনদেন করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত ০৩/০৪/২০২৪ খ্রিঃ তারিখে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কর্তৃক হাসান টেকনো বিল্ডার্সের নামে উক্ত সড়ক নির্মাণ কাজের বিল বাবদ দুটি চেক প্রদান করেন। যার নম্বর যথাক্রমে : সিজিএ চেক ২১ স ৭৪৬৪৫৬৮, টাকার পরিমাণ ১,৬১,০০,০০০ টাকা ও সিজিএ চেক ২১ স ৭৪৬৪৫৬৯, টাকার পরিমাণ ৮৭,৮৪,৫৬২ টাকা। দুটি চেক বাবদ মোট ২,৪৮,৮৪,৫৬২ টাকা। গত ৩ এপ্রিল বিকেলেই পূবালী ব্যাংক নতুন বাজার শাখার ম্যানেজার শ্রীকান্ত নন্দীর নিকট চেক দুটি পূর্বের ন্যায় জমা দেয়া হয়, যাতে উক্ত চেকের টাকা ক্যাশ করে মেসার্স ওকে এন্টারপ্রাইজের ঈউ অঈ ঘড়-০৩০৯০৯১০৩০৬১২-তে জমা প্রদান করেন। এর পরদিন ৪ এপ্রিল ম্যানেজার শ্রীকান্ত নন্দীর নিকট অভিযোগকারী জাহিদ হাসান ফোন করে টাকা ক্যাশ হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক চেক ক্লিয়ারেন্স দেয় নাই বিধায় টাকা ক্যাশ হয় নাই এবং মেসার্স ওকে এন্টারপ্রাইজের উল্লেখিত একাউন্টের ব্যবহৃত মোবাইল নাম্বারে পূবালী ব্যাংক কর্তৃক অর্থ জমাদান সংক্রান্ত কোনো ম্যাসেজ আসেনি। পরবর্তীতে তিনদিন তথা ৫, ৬ ও ৭ এপ্রিল সরকারিভাবে ব্যাংক বন্ধ থাকায় ৮ এপ্রিল সকালে অভিযোগকারী জাহিদ হাসান ম্যানেজার শ্রীকান্ত নন্দীকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ওকে এন্টারপ্রাইজের কর্মচারী পূবালী ব্যাংক চাঁদপুর নতুনবাজার শাখায় আসেন এবং ম্যানেজার শ্রীকান্ত নন্দীর খোঁজ নেন। তখন ব্যাংকের অন্য কর্মকর্তারা জানান, ম্যানেজার সাহেব দেরিতে অফিসে আসবেন। অতঃপর সারাদিন অপেক্ষা করে তার মোবাইল ফোন বরাবর বন্ধ পেয়ে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। অবশেষে তার কোনো খোঁজ না পেয়ে ১০ এপ্রিল জাহিদ হাসান চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। যা পরবর্তীতে নিয়মিত মামলা (নং-৪৭, তারিখণ্ড১৫/০৪/২০২৪ খ্রিঃ) হিসেবে রুজু হয়।

এসব ঘটনায় গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার পূবালী ব্যাংক লিঃ চাঁদপুর নতুন বাজার শাখা সরজমিনে পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)। পরিদর্শন শেষে তিনি বলেন, পূবালী ব্যাংকের গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী ও তার সাথে জড়িত সকলকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়