প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০
‘মাস্ক পরার অভ্যেস কোভিডমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক মহামারী কোভিড ১৯-এর ভয়াবহতা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর শহরের পুরাণবাজারে বিশেষ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর মডেল থানার আয়োজনে গতকাল ২৬ জুন শনিবার সকাল ১১টায় পুরাণবাজার দাতব্য চিকিৎসালয়ে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ করোনা ভাইরাসের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন, করোনা সম্পর্কে এখনো যদি সচেতন না হই, তাহলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তিনি বলেন, সারাবিশ্ব আজ করোনার কারণে ক্ষতিগ্রস্ত। এর কারণে আমরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে অনেক প্রিয় মানুষকে হারিয়েছি। আমরা এখনো এর ভয়াবহতার হাত থেকে রক্ষা পাইনি। দিনদিনই এর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় সরকার প্রধানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্যে সরকার প্রচার মাধ্যমে বিভিন্ন উপায় অবলম্বন করছে, গণসচেতনতা সৃষ্টিতে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কী উপায়ে আমরা এই করোনা থেকে রক্ষা পেতে পারি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কিন্তু কেউ কি আমরা তা মানছি? আমরা কি একবারও ভেবে দেখছি, এই না মানার কারণে পক্ষান্তরে কার ক্ষতি হচ্ছে। যদি তা ভাবতাম বা জীবনের মায়া করতাম, তাহলে নিশ্চয়ই করোনা সম্পর্কে আমরা অধিকতর সচেতন হতাম। তিনি সকলকে মাস্ক ব্যবহার করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, করোনার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমেই মাস্ক ব্যবহার করতে হবে। নিয়মিত হাত ধৌত করতে হবে, সামাজিক নিরাপত্তা বজায় রেখে চলাফেরা করতে হবে। মনে রাখবেন, শুধু আপনি এই নিয়ম মানলেই চলবে না, তা অপরকেও জানাতে হবে এবং তা পালনে সচেতন করতে হবে। মনে রাখবেন, আপনার আশেপাশে যদি একজন করোনায় আক্রান্ত হন, তাহলে আপনিও নিরাপদ থাকতে পারবেন না। নিজে বিপদে পড়ার আগেই সাবধানতা অবলম্বন করুন। সোমবার থেকে সারাদেশে লকডাউন দেওয়া হয়েছে, তা কার্যকরে আমরা যথেষ্ট সচেতন রয়েছি। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, নিজেদের নিরাপত্তার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদে থাকতে সহযোগিতা করুন। তিনি পুরাণবাজারে মাস্ক ব্যবহার না করার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেন।
সভাপ্রধানের বক্তব্য রাখেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করে বলেন, কেউই মাস্ক ব্যবহার ব্যতীত রাস্তায় বের হবেন না। কারো দ্বারা যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন বা সরকারি আদেশ নির্দেশ অমান্য হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তিনি অভিভাবকদের জ্ঞাতার্থে বলেন, আপনার সন্তানদের সম্পর্কে আপনারা সচেতন হবেন। তারা কখন কোথায় যায় বা থাকে তা নজরে রাখবেন। কোনো উঠতি বয়সের তরুণ যেন সন্ধ্যার পরে অপ্রয়োজনে বাড়ির বাইরে না থাকে সে ব্যাপারে আপনারা সচেতন হবেন। মাদক, ইভটিজিং বা অপরাধজনিত কিছু চোখে পড়লে তা সাথে সাথে পুলিশকে অবহিত করবেন। মনে রাখবেন পুলিশ আপনাদের কল্যাণেই কাজ করছেন। উদ্বুদ্ধকরণ সভায় আরো বক্তব্য রাখেন পৌর মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগম, শাহজাহান মাতাব্বর, মিজানুর রহমান খান বাদল, শহীদ হাওলাদার, মোঃ কামাল হাওলাদার, মোঃ উজ্জ্বল তালুকদার, মোবারক বেপারী, নজরুল ইসলাম হাওলাদার, পারভেজ গাজী, তাছির বেপারী, জুয়েল কান্তি নন্দু, ভাষান ঘোষ, আলমগীর গাজী, জাহাঙ্গীর গাজী, মুনাফ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক কার্তিক সরকার। অনুষ্ঠান শেষে পুলিশ সদস্যগণ মাস্কবিহীন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।