প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০
সততা ও নিরপেক্ষতার সাথে কাজ করার সুন্দর পরিবেশ করে দিতে হবে : জেলা প্রশাসক
শাহরাস্তি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন শেষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রশাসনের সাথে মতবিনিময় করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপ্রধানে জনাব মুঃ আঃ আউয়াল বলেন, বর্তমান সরকার প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে সারাদেশে ৫৬০টি মডেল সমজিদ নির্মাণ করছে। এটি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। কেউ কোনোদিন চিন্তাও করেনি একসাথে এতো বড় কাজ, যা আমার কাছে দ্বীতিয় পদ্মাসেতুর মতো মনে হয়। চাঁদপুরের সব ক’টি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ হচ্ছে, ইতিমধ্যে কচুয়ায় উদ্বোধন করা হয়েছে। কিন্তু শাহরাস্তি উপজেলার মসজিদের কাজ শুরুও হয়নি। আমরা চাই শাহরস্তিতে মডেল মসজিদ নির্মাণ হোক, আপনারাও তা-ই চান। আশা করি জটিলাতার নিরসন হয়ে শাহরস্তিতে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করা যাবে। উপ-সচিব মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সমস্যা সমাধান করে মডেল মসজিদ নির্মাণ করা হবে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমি চাঁদপুরে আসার পর দেখলাম সকল উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। কিন্তু শাহরাস্তির বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় রিপোর্ট হওয়ায় বিষয়টি আমি নজরে নিলাম। আমরা চাই সকল কাজ সততা ও নিরপেক্ষতার সাথে হোক। আমাদের কাজ করার সুন্দর পরিবেশ করে দিতে হবে। আমরা চাই এখানে মডেল মসজিদ নির্মাণ হোক। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।
সভায় শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফ উপজেলা সদরের পাশে মডেল মসজিদ করার জোর দাবি জানান। এছাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মাওঃ সলিমুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি উপজেলা পরিষদের পাশেই প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ নির্মাণের দাবি জানান।