প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নূরপুর গ্রামের সাবেক রহিম মেম্বারের বাড়ির সামনে দুটি কাঁচা রাস্তার অংশ প্রায় ১১শ’ ফুট পাকাকরণ করলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব তাবারুক উল্যাহ। ১৩ নভেম্বর এই কাঁচা রাস্তা পাকাকরণের কাজ ভালোভাবে সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুন্সী, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নূরপুর কারিগরি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান প্রধানিয়া, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম প্রমুখ। তাবারুক উল্যাহর এ মহতী কাজের জন্যে এলাকাবাসী আনন্দিত। এলাকাবাসী তাকে অশেষ ধন্যবাদ জানান।