শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০

গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা আগামীর জন্য নিজেকে প্রস্তুত করবে
প্রবীর চক্রবর্তী ॥

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, সরকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। যার ফলে বর্তমানে প্রতিটি ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসছে। বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ অনেক স্থানেই নারীরা কর্মরত। পরীক্ষার ফলাফলে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। আমি আশা করবো, গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা এসব দেখে উৎসাহিত হয়ে আগামীর বাংলাদেশের জন্য নিজেকে প্রস্তুত করবে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত ১৪ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতার থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে এদেশকে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে কাজ করছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে। এজন্যে আপানাদের কাছে নৌকায় ভোট চাই।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার মুন্সীরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল আমিনের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাছ পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়