শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০

ক্রেতা সাধারণ যাতে ব্যবসায়ীদের ওপর আস্থা রাখতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে
বিমল চৌধুরী ॥

আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। তিনি সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রী পরিষদ বিভাগের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা বজায় রাখতে হবে। সে লক্ষ্যে সরকার ও ব্যবসায়ীগণ কর্তৃক পণ্যের মূল্য নির্ধারণ করা হলে তা বাস্তবায়নে চাঁদপুর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ সকল প্রকার কার্যকর ভূমিকা পালন করবে বলে অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে দেশের সর্বত্র বাণিজ্য বন্দর হিসেবে খ্যাত চাঁদপুরের সুনাম রয়েছে। বিশেষ করে চাঁদপুর হলো আমদানি নির্ভর একটি বাণিজ্য বন্দর। এখানকার ব্যবসায়ীগণ ইচ্ছে থাকলেও রাতারাতি কোনো পণ্যের দাম বাড়িয়ে ইচ্ছেমত তা বিক্রি করতে পারে না। ব্যবসায়িক অনিয়ম প্রতিরোধে চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালকগণ সকল সময়ই কার্যকর ভূমিকা পালন করে থাকেন। নীতি-আদর্শের কথা মাথায় রেখেই ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, টাস্কফোর্সের সভায় রমজানকে সামনে রেখে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুরসহ ৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এ সকল পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং মূল্য স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সেজন্যে সরকার এবং ব্যবসায়ীদের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চাঁদপুর চেম্বার প্রেসিডেন্ট আসন্ন রমজান মাসে সরকারি নির্দেশ মোতাবেক নির্ধারিত মূল্যে ভোক্তা সাধারণের কল্যাণে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা ও সরবরাহ নিশ্চিত রাখা, কোনো প্রকার মালামাল মজুদ রেখে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয়ে ক্রেতাকে বিক্রিত মালের রসিদ প্রদান করা এবং দোকানে প্রকাশ্য স্থানে প্রতিদিনের বাজার দরের তালিকা ঝুলিয়ে রাখার জন্য জেলার সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের শুধু ব্যবসার চিন্তা করলেই হবে না, পণ্য বিক্রয়ের মধ্য দিয়ে সিয়াম সাধনার মাসে মানুষকে কিভাবে উপকৃত করা যায় বা সওয়াব অর্জন করা যায় সে বিষয়েও সকল ব্যবসায়ীকে ভাবতে হবে।

রমজান আসলেই ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন কথা শোনা যায় ব্যবসায়ী সিন্ডিকেটের কথা ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট নেই, তা প্রমাণে ব্যবসায়ী সমাজকে আন্তরিক হতে হবে। ক্রেতা সাধারণ যাতে ব্যবসায়ী সমাজের উপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে সেই লক্ষ্যে ব্যবসায়ীদের কাজ করতে হবে। মনে রাখতে হবে, শুধু রোজাকে সামনে রেখেই ব্যবসা প্রতিষ্ঠান নয়। তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানিতে যাতে কোন প্রতিবন্ধকতা দেখা না দেয় সেই দিকে সরকারকে কঠোর নজরদারি দিতে হবে। তিনি বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করি পবিত্র রমজানে তা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়