শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০

জনসাধারণের সেবা নিশ্চিতের জন্য দক্ষতার সাথে কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে নূতন যোগদানকৃত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নবীনবরণ, পরিচয়পত্র বিতরণ ও ষষ্ঠ বার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী পার্টি হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

তিনি বলেন, জনসাধারণের সেবা নিশ্চিতের জন্যে হিসাব সহকারীদের দক্ষতার সাথে কাজ করতে হবে। আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যা যা করা প্রয়োজন, আমরা তা করার চেষ্টা করবো। আপনাদের দাবি-দাওয়াগুলো যৌক্তিক। আশা করি তা পর্যায়ক্রমে আপনারা পাবেন। আশা করি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ সেবা পাবে।

বাপাকা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ নাছির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার রুবেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আক্তার জাহান সাথী। আরও ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যোবায়ের মাহমুদ সৌরব, দপ্তর সম্পাদক মোঃ চঞ্চল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নূরে আলম।

অনুষ্ঠানের ২য় পর্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে মোঃ নাছির হোসেন, সাধারণ সম্পাদক পদে ইউসুফ সরকার রুবেল ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সালাউদ্দিন নির্বাচিত হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম, মোঃ হোসেন, মোঃ কামাল হোসেন, নূরুন নবী, সঞ্জিত কুরি, মহসিন হাওলাদার, মোঃ আরিফ, নূরুল ইসলাম শাওন, সাব্বির হোসেন রিয়াদ, মোঃ শরিফ, অজয় দা, আব্দুর রহমান, ফয়সাল হোসেনসহ অন্য সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়