প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০
মতলব উত্তরে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১১ জনকে ৫০ হাজার টাকা করে চেক বিচরণ করা হয়।
৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপ্রধানে এবং উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান তপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌরসভার প্রশাসক আল-এমরান।
আরো বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান, প্রধান শিক্ষক আবুল খায়ের মোঃ বাহাউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রমুখ।