প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন, একই উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ সোমবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, নির্বাচনে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ হলে বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ। কোনো প্রার্থী নির্বাচনী এলাকায় বহিরাগত লোক সমাগম ঘটালে তার দায় সংশ্লিষ্ট প্রার্থীকে নিতে হবে। নির্বাচন হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। জনগণের রায় বাস্তবায়নে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে।