প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সদর উপজেলার জনগণকে সচেতন করতে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে তিনি ছিলেন সরব। তিনি গত ক’দিন যাবৎ অসুস্থতা বোধ করলে ১৪ জুলাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা নমুনা টেস্ট করান। পরে রিপোর্ট আসে পজিটিভ। তাৎক্ষণিক বিষয়টি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)কে অবহিত করা হয়। পুলিশ সুপারের নির্দেশে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্যে সাথে সাথে তাঁকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তাঁর আশু সুস্থতায় চাঁদপুরবাসীর দোয়া কামনা করা হয়েছে।