প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০০:০০
পবিত্র ঈদে মিলাদুন্নাবী(দঃ) উদ্যাপন উপলক্ষে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে রোববার (৬ মার্চ) দুপুর ২টা হতে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ওয়াইছিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হাফেজ আল্লামা ওয়াহীদুদ্দীন মুহাম্মদ ইছাম। হাসেমপুর দরবার শরীফের পীর সাহেব ও ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা শায়খ আশ্ফাক আহমাদের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের মহাসচিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা মাওলানা আবুল কাশেম নূরী, চট্রগ্রাম। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা আ.ন.ম. মাসউদ হোসাইন আল ক্বাদরী।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আতাউল করিম মুজাহিদ, বদরপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান সরকার, সেওভোগ শাহী জামে মসজিদের খতিব আল্লামা মাওলানা মুফতি মহিউদ্দিন হামিদী, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ছেংগারচর পৌর শাখার সভাপতি আল্লামা মাওলানা মুফতি আনিসুর রহমান মাক্কী, আল্লামা মাওলানা হাফেজ শাহ্ বদিউজ্জামান বাহার, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোরশেদ আলম সিরাজী।
সম্মেলন পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম ও মাওলানা শাহ্ জালাল সিদ্দিকী। সার্বিক সহযোগিতায় ছিলেন লবাইরকান্দি আল-আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ ওয়ালী উল্লাহ সরকার, চাঁন মিয়া মেম্বার, নকীব উদ্দিন বেপারী ও শরীফ উল্লাহ দর্জি।
মহাসম্মেলন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সেক্রেটারী নেদায়ে ইসলাম মহিলা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মুফতি আহমাদ উল্যাহ।