প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর ডায়াবেটিক সমিতি পরিচালিত চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রহিমানগর বাজারে অবস্থিত শাহজালাল শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
রহিমানগর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলামের সভাপ্রধানে ও সমিতির সাধারণ সম্পাদক শাহপরাণের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বক্তব্য রাখেন মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ জামিল রেজা চৌধুরী, সমিতির দাতা সদস্য মোঃ শাহজালাল, তৌহিদুল ইসলাম খোকা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ।