প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০
মতলব সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ মার্চ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া এ জরিমানা করেন।
জানা যায়, বাজারের হাজী নসু স্টোরকে ২ হাজার, নারায়ণ স্টোরকে ২ হাজার, সুনিল চন্দ্র ঘোষের দোকানে ৩ হাজার, রেজাউল করিমের দোকানে ৩ হাজার এবং ফয়েজ স্টোরে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখার কারণে একটি মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় মার্কেটিং অফিসারসহ মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। এছাড়াও সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।