প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো চাঁদপুর জেলা পরিষদ।
গতকাল ৫ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে চাঁদপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতা যুদ্ধে আপনাদের ত্যাগের কথা বাঙালি জাতি কোনোদিন ভুলবে না। মানুষ যেভাবে রাজাকারদের ঘৃণা করে সেইভাবে দুর্নীতিবাজকে ঘৃণা করতে হবে। দুর্নীতিবাজরা যেনো কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে সজাগ রাখতে হবে। তারা প্রভাব খাটিয়ে কোনোভাবে যেনো মন্দির, মসজিদ অথবা বিদ্যালয়ের কমিটিতে আসতে না পারে সেদিকে যার যার পক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। আসুন, বঙ্গবন্ধুর সোনার বাংলা এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। প্রধান আলোচক ও সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।