বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০০:০০

হাইমচরে বিএনপির ১২ নেতা-কর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥

হাইমচরে পুলিশের গাড়ি পোড়ানো মামলার আসামী যুবদল নেতা ফারুক মাঝিকে পুলিশের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া এবং সরকারি কাজে বাধা প্রদান মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ। রাজনৈতিক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন পুলিশের গাড়ি বহরে হামলা, পেট্রোল দিয়ে পুলিশের গাড়ি পোড়ানো মামলার আসামী স্থানীয় যুবদল নেতা ফারুক মাঝিকে আটক করার সময় ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে পুলিশের ওপর হামলা, আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী ফারুক মাঝিসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে যুবদল নেতা মান্নান আখন, বিএনপি নেতা শফিক আখনসহ ১২ জনকে আটক করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পুলিশের ওপর হামলা, আসামী ছিনতাই, সরকারি কাজে বাধা প্রদান করায় দায়েরকৃত মামলায় (নং-২, তারিখ ৩/৩/২২) ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আটক অপর ৬ জনকে সন্দেহজনক হিসেবে আদালতে প্রেরণ করা হয়। তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

গ্রেফতারকৃত ৬জনের নাম হচ্ছে- হাইমচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান (৪০), বিএনপি নেতা শফিক আখন (৫৫) ও যুবদল নেতা ফারুক মাঝি। উল্লেখিত ৩জন ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন পুলিশের গাড়ি বহরে হামলা, পেট্রোল দিয়ে পুলিশের গাড়ি পোড়ানো মামলার আসামী।

অপর দু’জন হচ্ছেন সিএনজি অটোরিকশা চালক গিয়াসউদ্দিন ও মিজান খান। সন্দেহজনক ৬ জনের নাম দেয়নি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদ এলাকায় সালিস বৈঠক থেকে পুলিশ রাজনৈতিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক মাঝিকে আটক করে। এ সময় উপস্থিত বিএনপি যুবদল নেতৃবৃন্দ পুলিশের কাছ থেকে আসামী ফারুক মাঝিকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ঘটনাস্থল সালিস বৈঠক থেকে বিএনপি নেতা নাজমুল আখন, সিএনজি অটোকিশা চালক গিয়াসউদ্দিন, মিজান খানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে ঘটনার রাতে হাইমচর থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে কমলাপুর গ্রাম থেকে আসামী ফারুক মাঝিকে পুনারায় গ্রেফতারসহ মান্নান আখন, শফিক আখনকে আটক করে।

একটি সূত্র জানায়, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পালিয়ে যাওয়া আসামী ফারুক মাঝিকে এনে হাইমচর থানার ওসির হাতে তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়