প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০০:০০
গতকাল ৪ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুরের ৫০তম শীতকালীন দলীয় খেলা ও ক্রীড়া (অ্যাথলেটিকস) প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার।