বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০

ওয়ারেন্টের আসামী ছিনতাইয়ের ঘটনায় মেম্বার আটকের পর আসামী হাজির
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর মডেল থানার ওয়ারেন্টের আসামী ছিনতাইয়ের ঘটনায় চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ইয়াছিন বেপারীকে আটকের পর ছিনতাইকৃত ওয়ারেন্টভুক্ত আসামী ছিদ্দিক প্রধানীয়াকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই লোকমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত ২মার্চ রাতে আদালতে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিদ্দিক প্রধানিয়াকে আটক করে চাঁদপুর সদর মডেল থানার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তরপুরচন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ইয়াছিন বেপারী লোকজন নিয়ে উক্ত গ্রেফতারকৃত আসামীকে ছিনতাই করে রেখে দেন। তাৎক্ষণিক ঘটনাটি জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের জানানো হলে মডেল থানা পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রশীদের নির্দেশে উক্ত ইউপি মেম্বার ইয়াছিন বেপারীকে আটক করে থানায় আনা হয়। সাবেক মেম্বার মোস্তফা মাল বহু চেষ্টা করে ওয়ারেন্টভুক্ত আসামী ছিদ্দিক প্রধানিয়াকে বাংলাবাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকাবস্থায় কৌশলে মডেল থানায় নিয়ে আসে।

পরে তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর উপস্থিতিতে তার জিম্মায় শর্তসাপেক্ষে আটক মেম্বার ইয়াছিন বেপারীকে ছেড়ে দেয়া হয় এবং ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ছিদ্দিক প্রধানিয়াকে আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়