বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জে বিপুল গাঁজা ও বিদেশী মদসহ প্রাইভেট কার জব্দ
কামরুজ্জামান টুটুল ॥

গোপন সূত্রে থানা পুলিশের কাছে খবর আসে মাদকসহ একটি প্রাইভেটকার কুমিল্লা থেকে হাজীগঞ্জে আসছে। সেই সংবাদের সূত্র ধরে পুলিশ সাদা পোশাকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের আলীগঞ্জে ওঁৎ পেতে থাকে। টার্গেটকৃত প্রাইভেটকারটিকে পুলিশ থামানোর চেষ্টা করলে গাড়িটি দ্রুতবেগে বিকল্প সড়ক ধরে পালোনোর চেষ্টা করে। পুলিশও গাড়িটির পিছু নেয়। এর মধ্যে মাদকবহনকারী গাড়িটি কিছু দূর গিয়ে সড়কের পাশে রেখে পালিয়ে যায় চালকসহ অন্যরা। এরপরেই গাড়ি তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ১৬ বোতল বিদেশী মদসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেজবাউল আলম, মোঃ ইউনুস মিয়া, সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিম, মোঃ মজির উদ্দিন, ধীমান বড়ুয়া ও দীলিপ দাসসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, মাদক জব্দের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এবং তথ্যদাতার নাম গোপন রাখার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়