প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির তিনটি বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন ভিন্ন কক্ষে অনুষ্ঠিত হয়। গতকাল ২ মার্চ বুধবার কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ ফাতেমা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোতাসিম বিল্লাহ, ভূগোল ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহা, যুক্তিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ বুলবুল আলম, গণিত বিষয়ের বিভাগীয় প্রধান আবুল কালাম মোঃ রিয়াজউদ্দিন, অর্থনীতি বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ মহিউদ্দিন, সমাজকর্ম বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান পেয়ার আহাম্মদ, জীববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান সঞ্জয় কুমার সাহাসহ সকল শিক্ষক কর্মচারিবৃন্দ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রায় দুই বছর পরে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিয়মিত কলেজে উপস্থিত হয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ অত্র অঞ্চলের নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এ কলেজ থেকে প্রতি বছর মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সরকারি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তোমরা সৌভাগ্যবান এমন একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছ। আশা করি তোমরা লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রম দ্বারা কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবে।