প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
কচুয়ায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গাজী মফিজ (৪৫) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে গাজী মফিজ পার্শ্ববর্তী বাড়ির ৯ বছরর এক শিশু তেঁতুল গাছের নিকট তেঁতুল কুড়াতে এলে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন তার ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে গাজী মফিজ দৌড়ে পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার এ ঘটনায় শিশুটির মামা আলমগীর হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক শ্রীরামপুর থেকে গাজী মফিজকে আটক করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে গাজী মফিজকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।