প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
মতলব পৌরসভার দিঘলদী আমতলা বাজার এলাকায় বালিবাহী ট্রাকের চাপায় হাসনা বানু (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। ১ মার্চ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওইদিন সকালে দিঘলদী আমতলা বাজার সংলগ্ন এলাকায় ট্রাক চালক রাসেল জায়গা ভরাটের বালির কাজ করছিলেন। ওই বৃদ্ধ মহিলা বাড়ি থেকে বেরিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। ট্রাক চালক বালি ফেলে ট্রাকটি পিছনের রাস্তায় উঠানোর সময় পথচারী ওই মহিলা পিছনের চাকায় পিষ্ট হন। এতে তিনি মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত বৃদ্ধা পথচারী দক্ষিণ দিঘলদী গ্রামের দুলাল গাজী বাড়ির মৃত সিদ্দিক গাজীর স্ত্রী। ঘটনার পরপরই চালক রাসেল ট্রাকসহ পলাতক রয়েছে। তার বাড়ি পৌরসভার বরদিয়া এলাকায়। ট্রাকের মালিক একই গ্রামের বৈদ্য বাড়ির মৃত খোরশেদ বৈদ্য খুশুর ছেলে। ট্রাক চালক একই বাড়ির শুক্কুর গাজীর জমি ভরাট করছিল। বিষয়টি স্থানীয় কাউন্সিলর মীমাংসার চেষ্টা করছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, নিহত ওই পথচারী বৃদ্ধার লাশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।