বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০০:০০

ছোট ভাইয়ের সাথে দেখা করে কর্মস্থলে ফেরা হলো না বড় ভাইয়ের
বিমল চৌধুরী ॥

ছোট ভাইয়ের সাথে দেখা শেষে কর্মস্থলে ফেরা হলো না শীতল চক্রবর্তীর, প্রাণ কেড়ে নিল ঘাতক তেলের বাউচার। ঘটনাটি ঘটেছে গতকাল ২৮ফেব্রুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর শহরের স্ট্র্যান্ডরোডস্থ রাজন এন্টারপ্রাইজ ও মজুমদার ট্রেডার্সের মধ্যবর্তী সড়কে।

চাঁদপুর পৌরসভা সংলগ্ন আহমেদ শপিং সেন্টারের নিচে খিলিপান বেচতেন শীতল চক্রবর্তী (৬৫)। তিনি গতকাল বিকেল ৫টার দিকে শহরের স্ট্র্যান্ড রোডের মৃধা ট্রেডার্সে কর্মরত তার আপন ছোট ভাই অমর চক্রবর্তীর সাথে দেখা করতে আসেন। ভাইয়ের সাথে কথা শেষ করে ফিরে যাবার পথে বিকেল প্রায় সোয়া ৫টার দিকে ৫নং ঘাট এলাকার মেঘনা ডিপো থেকে ছেড়ে আসা একটি তেলের বাউচার তাকে পেছন দিক থেকে ধাক্কা মারলে তিনি তাৎক্ষণিক বাউচারের নিচে চলে যান এবং ঘটনাস্থলে প্রাণ হারান। মর্মান্তিক ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শী সকলেই হতবাক হয়ে পড়েন।

কেউ কিছু বুঝে উঠার আগেই ঘাতক চালক ও হেলপার চম্পট দেয়। শীতল চক্রবর্তীর নিথর নিষ্প্রাণ দেহ পড়ে থাকে স্ট্র্যান্ড রোডের ওপর। সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ছুটে আসেন ঘটনাস্থলে। তারা ঘাতক তেলের বাউচারসহ মৃতদেহ নিয়ে যায় চাঁদপুর মডেল থানায়। ময়না তদন্ত শেষে মৃতদেহ আত্মীয়স্বজনের কাছে ফিরিয়ে দেয়া হবে বলে জানা যায়। নিহত শীতল চক্রবর্তী ছিলেন অবিবাহিত। তিনি জোড়পুকুর পাড়স্থ আনোয়ার হোসেন বাবুলের বাসায় ভাড়া থাকতেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়