প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
২৬ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ও বাগাদী ইউনিয়নে ভূমিহীনদের জন্যে ৩য় পর্যায়ে নির্মাণাধীন মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী আহাম্মদ হোসেন, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কামরুল হোসেন।