প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গতকাল ২৬ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর জেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১৪৪ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করে ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তের হার ৮.৩৩ শতাংশ। শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২ জন, ফরিদগঞ্জে ৩ জন, মতলব দক্ষিণে ৩ ও শাহরাস্তি উপজেলায় ৪ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ১২ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২শ’ ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮শ’ ১৩ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৫ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১২১৬ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ৩২ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫০২ জন, হাইমচরে ৯০২ জন, মতলব উত্তরে ৯৬০ জন, মতলব দক্ষিণে ১৩৯২ জন, ফরিদগঞ্জে ২০০০ জন, হাজীগঞ্জে ১৭২৫ জন, কচুয়ায় ৯৩৫ জন ও শাহরাস্তিতে ১৮৩৮ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।