প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোহনপুর কোস্টগার্ড ইউনিটের সহযোগিতায় অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২০টি চায়না রিং চাঁই ও ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। চায়না রিং চাঁই ও কারেন্টজাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
জানা যায়, সবজি পরিবহন করছিলো এ রকম একটি নৌযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোহনপুর কোস্টগার্ড ইউনিট অভিযান পরিচালনা করে। একলাশপুর খালের মুখ সংলগ্ন এলাকায় সেই নৌযান থেকে বিপুল পরিমাণ চায়না রিং চাঁই এবং কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত ১২০টি চায়না রিং চাইয়ের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত চাই ও কারেন্ট জাল মোহনপুর লঞ্চঘাট এলাকায় জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে কোস্টগার্ড মোহনপুর ইউনিটের প্রধান আলী আহমেদ এবং সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।