প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে হরিণার ১নং ঘাটে ফেরি থেকে পণ্যবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। ঘাট পন্টুনের সাথে ফেরি কামিনীর র্যাম উঠানোর সময় ফাঁক হয়ে লোহার পাইপ বোঝাই খুলনাগামী ট্রাকটি সরাসরি নদীতে পড়ে নিমজ্জিত হয়। গতকাল ২৬ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে নয়টার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা যায়, চট্টগ্রাম থেকে লোহার পাইপ নিয়ে এদিন ফেরি পার হওয়ার জন্য ট্রাকটি হরিণা ফেরি ঘাটে আসে। পরে সিরিয়াল পেয়ে রাত সোয়া ৯টার সময় অন্যান্য গাড়ির সাথে এই গাড়িটিও ফেরি কামিনীতে উঠানো হয়। র্যাম উঠানোর সময় হঠাৎ র্যাম ছুটে ট্রাকটি সরাসরি নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিসি হরিণাঘাট ব্যবস্থাপক আব্দুন নূর তুষার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঘাট সূত্রে জানা যায়, কামিনী ফেরিটি অধিক পুরানো হওয়াতে এর র্যামটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো। ওই ট্রাকটি ফেরিতে লোড হওয়ার সময় রশির বাঁধন খুলে র্যাম ফাঁক হয়ে যায়। এতে এই দুর্ঘটনা ঘটে। পরে ফেরিটি অন্যান্য গাড়ি নিয়ে শরীয়তপুরের দিকে রওনা হয়।
দুর্ঘটনা ঘটার পর থেকে নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাজ শুরু হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে।