প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকার মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ১৬০ কেজি জাটকাসহ দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে নৌ পুলিশ।
গতকাল ২৬ ফেব্রয়ারি শনিবার সকাল সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলামের নির্দেশে এসআই বাবুল বালা সঙ্গীয় ফোর্স নিয়ে ২ মৎস্য ব্যবসায়ীকে আটক করেন। জব্দ করা নৌকা নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে, আর জব্দ করা ১৬০ কেজি জাটকা কোল্ড টোরেজে সংরক্ষণ করা হয়েছে। যেহেতু নিয়মিত মামলা হয়েছে, সে কারণেই আলামত হিসেবে জাটকা সংরক্ষণ করা হয়েছে। আটক দুই ব্যবসায়ীকে কোর্টে প্রেরণ করা হয়। আটক মৎস্য ব্যবসায়ীরা হলেন শরীয়তপুর জেলার মোঃ রাসেল বেপারী (২৩) ও মোঃ বেলাল হোসেন (৫০)। আটককৃতরা জাটকাগুলো শরীয়তপুর জেলার মৎস্য আড়ত থেকে এনেছিলো চাঁদপুর মৎস্য আড়তে বিক্রয়ের জন্য।