প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফরিদগঞ্জের কালিরবাজার মিজানুর রহমান হাই স্কুলের প্রতিষ্ঠিতা, পুরাণবাজার ডিগ্রি কলেজ ও মার্চেন্টস্ একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আলহাজ্ব মিজানুর রহমান পাটোয়ারীর ৩৪তম মৃত্যুবার্ষিকী গতকাল ২৫ ফেব্রুয়ারি পালিত হয়েছে।
এ উপলক্ষে পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের একমাত্র পুত্র পৌর আওয়ামী লীগ নেতা ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক রেজওয়ানুর রহমান রিজু পাটোয়ারী দোয়া মাহফিলের আয়োজন করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। এ সময় ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
মরহুম মিজানুর রহমান পাটোয়ারী পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।