প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
পৌর কাউন্সিলরের দখলে থাকা নিজেদের ভবনে তালা দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস। চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় শুক্রবার এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশের দিন শুক্রবার (২৫ ফ্রেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা সমাজসেবা অফিসের দায়িত্বপ্রাপ্তরা এই ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় সেই কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও একাধিক গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভাধীন ১নং ওয়ার্ডে। কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজী এ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। সম্প্রতি তিনি হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্থাপনা গণমিলনায়তনের বলাখালের কেন্দ্রটি সংস্কার করে একটি রুম নিজের দখলে নিয়ে ব্যক্তিগত অফিস করেন।
গতকাল হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ আজিজ আহমেদ তাদের আওতাধীন বলাখাল বাজারস্থ গণমিলনায়তন (সমাজসেবা পরিবার উন্নয়ন কেন্দ্র) কেন্দ্রের দু’টি দরজায় দু’টি তালা দিয়ে নিজেদের দখলে নেন। এ সময় পৌর সমাজকর্মী মোঃ জসিম উদ্দিন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সীসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। মূলত সংবাদ প্রকাশের দিন সকাল থেকে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। এর পরেই উপজেলা সমাজসেবা উক্ত ভবনটিকে তাদের নিজেদের দখলে নেয়ার উদ্যোগ গ্রহণ করে।
উপজেলার বাকিলা, বড়কুল ও সদর ইউনিয়নে ৩টি এবং হাজীগঞ্জ পৌর এলাকায় ৪টি সমাজসেবা পরিবার উন্নয়ন কেন্দ্র (গণমিলনায়তন কেন্দ্র) রয়েছে। এর মধ্যে পৌরসভাধীন আলীগঞ্জ বাজারস্থ কেন্দ্রটি উপজেলা সমাজসেবা কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বলাখালের ভবনটি সম্পদসহ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব সম্পদ।
খোঁজ নিয়ে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বলাখাল সমাজসেবা পরিবার উন্নয়ন কেন্দ্রের টিনশেড ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই কেন্দ্রের একটি কক্ষ হাজীগঞ্জ পৌরসভা টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সমাজসেবা অধিদপ্তরের কোনো অনুমতি না নিয়ে সম্প্রতি কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজী ভবনটিকে সংস্কার করে নিজের বসার জন্য কার্যালয় বানিয়েছেন। তবে মাঈনুদ্দিন মিয়াজী দাবি করে আসছেন তিনি এটি দখলে নেননি। এটি এর পূর্বে মাদকসেবীদের আড্ডাখানাসহ বিভিন্নজন ব্যবহার করেছে বলে দাবি করেন এই কাউন্সিলর।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ আজিজ আহমেদ চাঁদপুর কণ্ঠকে জানান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের নির্দেশনায় আমরা আজকে আমাদের ভবনটি দখলে নিয়েছি।