বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

আজও কান্না থামেনি শতবর্ষী জুলেখা বেগমের
মোঃ মাঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার শতবর্ষী নারী জুলেখা বেগমের কান্না আজও থামেনি। এখনো আদরের সন্তানের কথা মনে হলে নিজ থেকেই কান্না করে চোখ ভাসিয়ে ফেলেন। জীবনের অনেক স্মৃতি মুছে গেছে জীবন থেকে, কিন্তু হঠাৎ করেই যখন ছেলেটার কথা মনে পড়ে যায় তখন কান্নায় দুচোখ ভাসিয়ে ফেলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে তিনি তার ছেলে লেঃ কর্নেল (অবঃ) দেলোয়ার হোসেনকে হারান।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে বিডিআরের কিছু সংখ্যক বিপথগামী জওয়ানের নৃশংসতায় যে ক’জন সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছিলেন, শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারস্থ নিজমেহার পাটোয়ারী বাড়ির লেঃ কর্নেল (অবঃ) দেলোয়ার হোসেন তাদের একজন। অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা সস্ত্রীক চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন বিডিআর সপ্তাহের দাওয়াতে আমন্ত্রিত অতিথি হয়ে। বিডিআর-এর নিহত ডিজি শাকিল আহমদ ছিলেন তাঁর ব্যাচ ম্যাট ও অন্তরঙ্গ বন্ধু। বিডিআর বিদ্রোহের সময় শাকিল আহমদের বাসাতেই স্ত্রী রশ্নি ফাতেমা আক্তার লাভলীসহ ছিলেন তিনি।

নিহতের বড় ভাই হাজী আমীর হোসেন পাটোয়ারী (৮৩) কান্না জড়িত কণ্ঠে জানান, আজ ১৩ বছর হলো, আমার ছোট ভাইকে দেখি না, খুনিরা তাঁর স্ত্রীকেও মাফ করেনি। আমার মা এখনো ‘দেলু দেলু’ বলে কাঁদেন।

নিহত দম্পতির ২ কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে শারমিন ফাইরুজ লেখাপড়া সমাপ্ত করে চট্টগ্রামে স্বামীর সাথে রয়েছেন। ছোট মেয়ে নাজিফা ইসমাম ইংল্যান্ডে ইউনিভার্সিটি অব ব্রিস্টনে উচ্চ শিক্ষা নিচ্ছেন।

নিহতের বড় মেয়ে শারমিন ফাইরুজ মুঠোফোনে জানান, হত্যাকা-ের সময় আমি লন্ডন কলেজ অব একাউন্টেন্সিতে সিএ অধ্যয়নরত ছিলাম। আমার ছোট বোন নাজিফা ইশমাম সে সময় চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো। ১০ বছর আগের সে দুর্বিষহ স্মৃতি আজো হৃদয়পটে ভেসে উঠে। মানুষের মা কিংবা বাবা বিদায় নিলে একজন হয়তো পাশে থাকে, আমরা এমনই দুর্ভাগা যে, দুজনকেই একসাথে হারিয়েছি। আজ সবই আছে, শুধু মাথার উপরের সবচেয়ে বড় ছায়া দুটি হারিয়ে গেছে। এ হত্যাকা-ের বিচার প্রসঙ্গে তিনি জানান, আদালতে মামলা বিচারাধীন, আমার বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়