প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গতকাল ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর জেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১৩০ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করে ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তের হার ৫.৩৮ শতাংশ। শনাক্ত হওয়া ৭ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫ জন, হাজীগঞ্জে ১ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ৭ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২শ’ ৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭শ’ ৮১ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৫ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১২০৬ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২৫ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৪৯৮ জন, হাইমচরে ৯০২ জন, মতলব উত্তরে ৯৫৯ জন, মতলব দক্ষিণে ১৩৮৯ জন, ফরিদগঞ্জে ১৯৯৬ জন, হাজীগঞ্জে ১৭২২ জন, কচুয়ায় ৯৩৪ জন ও শাহরাস্তিতে ১৮৩২ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।