বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বাগাদী চৌরাস্তায় দুর্ধর্ষ চুরি
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় জেএসএস হার্ডওয়্যারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনাস্থলে যান। জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।

চোরের দল প্রথমে দোকানের সিসি ক্যামেরার তার কেটে ফেলে এবং বিদ্যুতের লাইনের তার কেটে দোকানের সামনের স্থান অন্ধকার করে ফেলে। এমনকি দোকানের ১০টি তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকার পানির মোটর ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়।

সরজমিনে গেলে দোকানের ম্যানেজার ও কর্মচারীরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরদিন সকালে এসে দেখি দোকানের ১টি তালা কাটা। দোকানের ভেতর প্রবেশ করে দেখি ভেতরে থাকা আরএফএল কোম্পানির ৩৫০টি মোটর নিয়ে গেছে চোর, যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়া ক্যাশ ভেঙ্গে নগদ ৩ লাখ টাকাও নিয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ও ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ ঘটনাস্থলে আসেন। চুরির ঘটনার খবর শুনে বাজারের অন্য ব্যবসায়ী ও আশপাশের লোকজন ছুটে আসে দোকানে ভীড় জমান। জানা যায়, ইদানিং চৌরাস্তার আশপাশের এলাকায় গরু চুরিসহ বিভিন্ন ধরনের ছোটখাট চুরির ঘটনা ঘটছে।

এ ব্যাপারে বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, চুরির ঘটনা দুঃখজনক। ইদানীং গরু চুরিসহ বিভিন্ন চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা জরুরি। একটা চক্র বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এসব চুরির ঘটনা ঘটাচ্ছে।

বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাফেজ হাসান খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু বলেন, এ চুরির ঘটনাকে কেন্দ্র করে আগামী শনিবার চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মিটিং করবো এবং চৌরাস্তা বাজারে নৈশকালীন পাহারার ব্যবস্থা করা হবে, যাতে আর কোনো¬¬ ব্যবসায়ী চুরির শিকার না হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়