বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রথম সভা
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে এটাই তাদের প্রথম মাসিক সভা শুরু হলো। তবে তিন ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলো না। এর আগে ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠানেও এরা উপস্থিত ছিল না।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরির সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ বরণ করে নেয়া হয়।

সভায় আসন্ন ২৬ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলাতেও করোনা টিকা প্রদানের বিষয়ে জনস্বার্থে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও কৃষি ভূমি ও গ্রাম্য অঞ্চলের রাস্তা রক্ষার স্বার্থে উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে পরিচালিত ট্রাক্টরের বিরুদ্ধে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত এবং সকল ইউনিয়ন ও সরকারি দপ্তরে সঠিকভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে নাগরিক সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহাম্মেদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভার শেষ সময়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়