বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সংস্কৃতির বিকাশে পৌর পরিষদ সংস্কৃতিকর্মীদের পাশে থাকবে
গোলাম মোস্তফা ॥

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন শিল্পচূড়ার উদ্যোগে তিনদিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারি বুধবার ছিলো অনুষ্ঠানের সমাপনী দিন। এদিন সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আবৃত্তি, ছবি আঁকা ও সৃজনশীল লিখনসহ তিনটি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, চাঁদপুরে সংস্কৃতির বিকাশে পৌর পরিষদ সংস্কৃতিকর্মীদের পাশে থাকবে। মধ্যযুগ থেকে চাঁদপুরের শিল্প-সংস্কৃতি চর্চার ঐতিহ্য রয়েছে। অতীত ঐতিহ্য পুনরুদ্ধার করার বিষয়ে আমি আমার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম। এই শহরে সুস্থ সংস্কৃতির বিকাশে আমি আপনাদের পাশে আছি।

তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি। আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি, দেশের ও জনগণের স্বার্থে রাজনৈতিক নেতারা কোনো বিষয়ে জনগণকে উজ্জীবিত করতে ব্যর্থ হয়। কিন্তু সংস্কৃতি কর্মীরা সেক্ষেত্রে সফল হয়। কারণ একটি গান বা কবিতা লাখো লাখো মানুষকে উজ্জীবিত করে। তার বড় প্রমাণ আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম। সেদিন ৭ কোটি বাঙালিকে উজ্জীবিত করেছিলো সংস্কৃতি কর্মীরা।

তিনি চাঁদপুরে সুস্থ সংস্কৃতি বিকাশে শিল্পচূড়া অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা করেন।

সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুদ্দীন লিটন ভূঁইয়ার উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি স্বপন সেনগুপ্ত ও অজয় ভৌমিক। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

তিনদিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান, ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে ৩টি গ্রুপে আবৃত্তি, ছবি আঁকা ও সৃজনশীল লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দু’শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এছাড়া প্রতিযোগিতার পূর্বে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের পক্ষ থেকে ৩শ’ মাস্ক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়