বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

‘চাঁদপুর পৌরবাসীর সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে দেয়া হবে করোনার টিকা’
স্টাফ রিপোর্টার ॥

আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার কোনো প্রকার প্রমাণাদি ব্যতীত করোনা টিকা প্রদানের মধ্যে দিয়েই শেষ হবে করোনার প্রথম ডোজ প্রদান টিকা কার্যক্রম। এদিন করোনার ভ্যাকসিন প্রদানের পর আর নতুন করে করোনা প্রতিষেধক ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হবে না। ইতিমধ্যে এমন ঘোষণা দিয়েছে স্বাস্থ্যবিভাগ। তবে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করবেন তাদেরকে পরবর্তী তারিখ অনুযায়ী দ্বিতীয় ডোজ প্রদানসহ বুস্টার ডোজ দেয়া হবে।

করোনার ভয়াবহতা থেকে রক্ষা পাবার লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার পৌর নাগরিকগণ যাতে অতি সহজে করোনার টিকা গ্রহণ করতে পারেন সেজন্যে চাঁদপুর পৌরসভা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। এদিন পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ১৮ বছরের ঊর্ধ্বে সকল বয়সী মানুষের মাঝে সকাল ৯টা থেকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে কোনো প্রকার প্রমাণ ছাড়াই। এ ব্যাপারে পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার বন্ধ হয়ে যাবে প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম। যারা প্রথম ডোজ টিকা গ্রহণে ব্যর্থ হবেন তারা আর সরকার প্রদত্ত টিকা গ্রহণ করতে পারবেন না। তাই আমরা পৌর নাগরিকদের টিকা গ্রহণের সুবিধার্থে, প্রথম ডোজ টিকা প্রদানের শেষদিন পৌরসভার ১৫টি ওয়ার্ডে সকাল ৯টা থেকে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছি। এদিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ জন করে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নারী-পুরুষ টিকা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, দেশের মানুষকে নিরাপদে রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম থেকেই বিনামূল্যে করোনা টিকা প্রদানের ব্যবস্থা করেছেন। স্বাস্থ্যগত নিরাপত্তা গ্রহণে সকলের উচিত টিকা গ্রহণ করা। যারা এ পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছেন তিনি তাদের সকলকে ধন্যবাদ জানান এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।

পৌরসভার যে সকল ওয়ার্ডে টিকা প্রদান করা হবে তা হলো : ১নং ওয়ার্ড পুরাণবাজার দাতব্য চিকিৎসালয়, ২নং ওয়ার্ড পুরাণবাজার ওছমানিয়া মাদ্রাসা, ৩নং ওয়ার্ড পুরাণবাজার সূর্যের হাসি ক্লিনিক (দাসপাড়া), ৪নং ওয়ার্ড ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ড হাজী করিম খান স্কুল, ৬নং ওয়ার্ড ওয়াই ডব্লিউসিএ স্কুল (জেএম সেনগুপ্ত রোড), ৭নং ওয়ার্ড মাদ্রাসা রোড স্কুল (উত্তর শ্রীরামদী), ৮নং ওয়ার্ড পৌর প্রাথমিক বিদ্যালয় (কোড়ালিয়া রোড), ৯নং ওয়ার্ড বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়, ১০নং ওয়ার্ড উদয়ন ক্লাব (রহমতপুর কলোনী), ১১নং ওয়ার্ড আব্দুর রহিম খান মাদ্রাসা (গুণরাজদী), ১২নং ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক (মিশন রোড), ১৩নং ওয়ার্ড চাঁদপুর আত্মনিবেদিতা মহিলা সংস্থা (পাকা মসজিদ), ১৪নং ওয়ার্ড বাবুরহাট স্কুল এন্ড কলেজ ও ১৫নং ওয়ার্ড ভোট অফিস স্কুল (বিটি রোড)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়