বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মৃতদেহের ময়না তদন্তে বাধা ॥ পুলিশ তদন্ত কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধ
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তির নরহ গ্রামে মঙ্গলবার রাতে পুকুরে ডুবে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। দুপুরে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হলে এতে একটি মদের বোতল পাওয়া যায়। মদের বোতল উদ্ধার হওয়ায় মৃত্যু নিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়। পুলিশ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্যে প্রেরণ করার সময় নিহতদের পক্ষের লোকজন ময়নাতদন্তে বাধা দেয়। এক পর্যায়ে উত্তেজিত লোকজন উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারবার আহ্বান জানিয়েও কোনো লাভ হয়নি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে উত্তেজিত জনতা পিছু হটে চিতোষী পূর্ব বাজারে অবস্থিত হযরত শাহরাস্তি (রঃ) বেইলী ব্রিজের পাটাতন খুলে রাস্তা অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টা থেকে এ উত্তেজনা বিরাজ করতে থাকে। উত্তেজিত জনতা স্টিল ব্রিজের ১১টি পাটাতন খুলে ফেলে। সন্ধ্যায় চাঁদপুরের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ময়নাতদন্তের জন্যে মৃতদেহগুলো চাঁদপুর প্রেরণ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়