প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর নৌ পুলিশ মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ বাল্কহেড জব্দ করেছে। বাল্কহেড জব্দ করার সময় ২৭ জনকেও আটক করা হয়। ২১ ফেব্রুয়ারি রোববার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাতের বেলায় পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ায় আইন অমান্য করে বাল্কহেড চলছিলো। আর তা প্রতিরোধ করতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২টি বাল্কহেড ও এর সাথে জড়িত ২৭ জনকে গ্রেফতার করা হয়। এর সাথে অবৈধ আড়াই লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়। যা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হচ্ছে।