বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে রপ্ত করতে হবে
মিজানুর রহমান ॥

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার পতœী ডাঃ আফসানা শর্মি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ মোঃ হেলাল হোসাইন।

প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির ও এএইচএম আহসান উল্লাহ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোশারফ হোসেন লিটন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাঃ সম্পাদক কাদের পলাশ, সদস্য তালহা জোবায়ের প্রমুখ। উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি মোঃ আব্দুর রশিদসহ আরো অনেকে। প্রেসক্লাব পরিবারের সন্তানরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন একে আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রথমে মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে রপ্ত করতে হবে। এরপর বিদেশী যে কোনো ভাষা শিখা উচিত। আগে নিজের ভাষাকে রপ্ত করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়