বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করা ছিলো বাঙালির প্রথম রাজনৈতিক বিজয়
মাহবুব আলম লাভলু ॥

মতলবে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ রুহুল আমিনের সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্লা প্রধান।

সভায় অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেন, ১৯৫২ সালে সালাম, রফিক, বরকত, জব্বরসহ অনেক বাঙালির রক্তে অর্জিত বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করা ছিলো বাঙালির প্রথম রাজনৈতিক বিজয়। এ বিজয়ে আত্মবিশ্বাসী হয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ১৯৫৪-এর নির্বাচন, ১৯৫৮-এর আইয়ুববিরোধী আন্দোলন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯-এর সালের গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে ভাষার জন্যে এভাবে অন্য কোনো জাতি রক্ত দেয়ার নজির নেই। একমাত্র বাঙালি জাতিকে রক্ত দিয়ে ভাষার অধিকার অর্জন করতে হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি ও স্বাধীনতাবিরোধীরা বার বার পাকিস্তানি ভাবধারায় এদেশে ধর্মভিত্তিক অপরাজনীতি করে স্বাধীনতার মূলমন্ত্রে আঘাত আনার চেষ্টা করেছে। তাদের সকল ষড়যন্ত্র ছিন্ন করে জনগণ জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি আস্থা রেখেছে। উন্নয়ন ও সমৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে তিনি সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়