প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি ও আলোচনা সভা করবে চাঁদপুর জেলা বিএনপি। ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ৮টায় শহরের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হবেন এবং কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি নিয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে যাত্রা এবং শহিদ মিনার বেদীমূলে শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। সেখান থেকে ফিরে পুনরায় দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে একুশের আলোচনা সভায় মিলিত হবেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।