বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০

চাঁদপুরে করোনা সংক্রমণের হার ৫০ শতাংশ অতিক্রম করলো
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে করোনা পরিস্থিতি কোনোভাবেই সামাল দেয়া যাচ্ছে না। সংক্রমণের হার প্রতিদিনের রেকর্ড ভাঙছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। পরিস্থিতি যেনো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতি ঘরেই যেনো করোনা হানা দিচ্ছে। শহর-গ্রাম সর্বত্রই এখন করোনা রোগীর ছড়াছড়ি। গতকাল একদিনে সংক্রমণের হার ৫০ শতাংশ অতিক্রম করেছে। যা এ যাবতকালের সকল রেকর্ড ভেঙ্গেছে। সারাদেশের তুলনায় এ হার অনেক বেশি। এদিকে গতকাল রাতে জানা গেছে সদর হাসপাতালে করোনায় একজন এবং উপসর্গে একজন মারা গেছেন।

গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা যায়, জেলায় আরটি পিসিআর টেস্টে ১৯০টি নমুনার মধ্যে ৯৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। আর রেপিড এন্টিজেন টেস্টে ৫২টি নমুনার মধ্যে ৩২ জনের রিপোর্ট আসে পজিটিভ। মোট ২৪২ নমুনার মধ্যে ১২৫ জন শনাক্ত হয়। শনাক্তের হার ৫১.৬৫%।

সদর হাসপাতালের আরএমও ডাঃ রুবেল জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরুফা খাতুন (৭৫) নামে একজন করোনা রোগী হাসপাতালে মারা গেছেন। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামে। আর করোনার উপসর্গ নিয়ে জাবেদ কাজী (৫৮) নামে একজন মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে।

গতকাল শনাক্ত ১২৫ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৫৬, ফরিদগঞ্জে ১৩, হাজীগঞ্জে ৯, হাইমচরে ৫, মতলব দক্ষিণে ৪, কচুয়ায় ৪, মতলব উত্তরে ১ ও শাহরাস্তিতে ১ জন। গতকালকের ১২৫ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৫২২৮ জন, মারা গেছেন সিভিল সার্জন কার্যালয়ের হিসেব মতে ১৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১১৯২ জন।

এদিকে গতকাল চাঁদপুর সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এই করোনাকালে এই উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ৩০৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ৫২ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়