বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০

করোনাকালে মানুষ দুবেলা যাতে খেতে পারে প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করেছেন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

করোনা ভাইরাসের পরিস্থিতি দিনের পর দিন বেড়ে যাওয়ার কারণে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ফরিদগঞ্জে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। শনিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি মুহূর্তে সাধারণ মানুষের কথা চিন্তা করেন। তাই করোনাকালীন এই দুর্যোগের সময় যাতে অসহায় ও কর্মহীন মানুষ অন্তত দু’বেলা খেতে পারে, সেই ব্যবস্থা অব্যাহত রেখেছেন। আজ আমি নগদ অর্থ বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ উদ্বোধন করলাম। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মানুষের হাতে হাতে এসব সহায়তা তুলে দেয়া হবে। এছাড়া ঈদের পূর্বেই ভিজিএফ-এর মাধ্যমে তিন সহস্রাধিক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হবে। আগামী দুই-তিনদিনের মধ্যে পৌরসভা অফিস থেকে ৫টি ওয়ার্ডের লোকজনকে এবং আমার নিজের আশপাশের ওয়ার্ডের লোকজনকে আমার আঙ্গিনা থেকে স্বাস্থ্যবিধি মেনে চাল দেয়া হবে। পাশাপাশি ১০ টাকা কেজি দরে ১৮শ’ পরিবারকে কয়েক মাস ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল ক্রয় করার ব্যবস্থা করা হয়েছে। এসব কিছু করার উদ্দেশ্য একটাই মানুষকে নিশ্চিন্তে ও নিরাপদে রাখা। আপানারা জানেন, করোনার ভয়াবহতা বাড়ছে। তাই আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না।

উদ্বোধনকালে পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

পৌরসভা অফিস জানায়, করোনাকালীন কর্মহীন মানুষকে জনপ্রতি ৫শ’ অথবা চাল, ডাল, তেলসহ সমপরিমাণ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়ার জন্য আড়াই লাখ টাকার বিশেষ বরাদ্দ দেয়া হয়। সেই বরাদ্দের অর্থ বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়