প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের কলার হ্যান্ডওভার প্রোগ্রাম
গত ৩০ জুন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের কলার হ্যান্ডওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিদায়ী সভাপতি রোঃ দেলোয়ার হোসেন সুমন নবনিযুক্ত সভাপতি নিলয় দেকে প্রেসিডেন্ট কলার এবং বিদায়ী সচিব কাজী আজিজুল হাকিম নবনিযুক্ত সচিব নাজিম উদ্দিনকে সচিব কলার পরিয়ে দিয়ে সভাপতি ও সচিবের দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের পার্টনার ইন সার্ভিস কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি জাকির হোসেন আরএফএসএম, চাঁদপুর রোটারী ক্লাবের নবাগত সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম, বিদায়ী সভাপতি পিপি রোটাঃ নাসির উদ্দিন খান পিএইচএফ, নবাগত সচিব রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার আরএফএসএম, বিদায়ী সচিব রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ, রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম।
|আরো খবর
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের বিভিন্ন ডিরেক্টর ও সদস্যবৃন্দ।