প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে লকডাউনে ২য় দিনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল ২ জুলাই শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে উপজেলার ফরিদগঞ্জ বাজার, কড়ৈতলী চৌরাস্তা, আনন্দবাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ও নিষিদ্ধ দোকান খোলা রাখার দায়ে ৫ মামলায় ৫ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে।