প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯
পত্রিকার যে মানদণ্ড সেটা ইত্তেফাক ধরে রেখেছে : জেলা প্রশাসক
৭২ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে খুবই আনন্দঘন পরিবেশে ‘দৈনিক ইত্তেফাকে'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, অধিকাংশ সাংবাদিকই তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তুলে ধরে। একটা পত্রিকার মূল প্রাণ হলো সাংবাদিকরা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তুলে ধরতে ব্যত্যয় ঘটালে তার জন্যে কখনোই মাঠ পর্যায়ের সাংবাদিকরা দায়ী থাকে না, পত্রিকা কর্তৃপক্ষ যদি নিরপেক্ষতা হারিয়ে ফেলে। এমতাবস্থায় সাংবাদিকরা তাদের সঠিক সাংবাদিকতা করতে পারে না। তিনি বলেন, সাংবাদিক হিসেবে অাপনারা সবাই বস্তুনিষ্ঠ এবং দায়িত্ববান। ইত্তেফাক পত্রিকার যে মানদণ্ড আছে, সেটা ধরে রেখেছে। আমরা এটা বলতেই পারি, ইত্তেফাক পত্রিকা সকলের পত্রিকা। ডিসি বলেন, আমি বিশ্বাস করি আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই সমাজের প্রতিটা মানুষ তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন থাকতে পারবে। প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল উদ্দীন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত আলী, কার্যকরী সদস্য মুনীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, আমার সংবাদের জেলা প্রতিনিধি সেলিম রেজা, বাসস-এর জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি মো. মহিউদ্দিন, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, চাঁদপুর দিগন্তের বার্তা সম্পাদক মো. ইলিয়াস, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন, দৈনিক আদি বাংলার সিনিয়র রিপোর্টার অভিজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া। এ সময় অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।